Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ August ২০১৮

রাজশাহীর বাগমারায় তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা/২০১৭ উদ্বোধন


প্রকাশন তারিখ : 2018-08-06

এবার মেলার প্রতিবাদ্য বিষয়, “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলে পুষ্টি যোগাবে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৪ আগষ্ট/২০১৮ বাগমারা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা।


উপজেলা নির্বাহী অফিসার বাগমারা জনাব মোঃ জাকিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য রাজশাহী-৪ (বাগমারা) ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুল মালেক মন্ডল।


উদ্বোধনীর শুরুতে সূধীবৃন্দের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে ফলদ বৃক্ষ মেলার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রাজিবুর রহমান। তিনি বলেন কৃষক তথা সকল স্তরের জনগন এই ঐতিহ্যবাহী মেলার মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় ফলদ বৃক্ষের অবদান ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সহজে নতুন নতুন ধ্যান-ধারণা নিতে পারবে। তিনি মেলা থেকে বিভিন্ন জাতের কমপক্ষে ২টি করে ফলদ,বনজ ও  ঔষুধি বৃক্ষের চারা সংগ্রহ করে রোপণ করার জন্য অনুরোধ জানান।


উদ্বোধনীর প্রধান অতিথি বলেন মানুষের মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে খাদ্য। ক্রমহ্রাসমান জমি থেকে ক্রমবর্ধমান মানুষের খাদ্যের যোগান দেয় কৃষি। তাই মানুষের খাদ্য চাহিদা মিটানোর লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে সময় উপযোগী ফলদ ও বনজ বৃক্ষ মেলা কৃষকসহ আপামর জনসাধারনকে উৎসাহ ও উদ্দীপনা যোগাতে অনুষ্ঠিত হয়ে থাকে। তিনি ফলদ ও বনজ বৃক্ষের অবদানের কথা উল্লেখ্য করে বলেন, জীবন রক্ষাকারি অক্সিজেন, জ্বালানী কাঠ, কাগজ তৈরীর কাঁচামাল, মাটি ক্ষয়রোধ, রাস্তার সৌন্দর্য বর্দ্ধনসহ প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করে পরিবেশ রক্ষা করে। কাজেই সবাইকে ফলদ,বনজ ও ঔষুধি বৃক্ষ রোপনে অগ্রণী ভূমিকা নিতে হবে। তিনি উপস্থিত সকল স্তরের মানুষকে মেলা পরিদর্শণ ও মেলা থেকে কৃষি প্রযুক্তিগত জ্ঞান ও নতুন নতুন ধ্যান ধারনা গ্রহনের পাশাপাশি ৩টি করে  ফলদ, বনজ ও  ঔষধী বৃক্ষের চারা সংগ্রহ করে রোপণ করার জন্য আহবান জানান। পরিশেষে তিনি ভবানীগঞ্জ পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ১০০টি করে ফলদ বৃক্ষের চারা বিনা মূলে বিতরনের ঘোষনা দেন।


সভাপতি মহোদয় বলেন, আমাদের প্রতিদিন যে পরিমান ফল খাওয়া দরকার তা ফলের অভাবে খেতে পারি না। তাই তিনি বৃক্ষ মেলা থেকে বিভিন্ন জাতের কমপক্ষে ৩টি করে ফলদ বৃক্ষের চারা সংগ্রহ করে রোপণ করার জন্য অনুরোধ জানান। পরিশেষে তিনি ফলদ বৃক্ষের সাথে সাথে বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপন ও তার পরিচর্যারও গুরুত্বারোপ করে মেলা অঙ্গন থেকে বেশী বেশী চারা সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।


অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মহোদয় ফলদ ও বনজ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ বৃক্ষ বিতরণ করেন। মেলায় সরকারী কর্মকর্তা, কর্মচারী, রাজনীতিবিদ, সাংবাদিক ছাড়াও প্রায় ৭০০ জন আদর্শ কৃষক উপস্থিত ছিলেন। মেলায় ২৪টি ষ্টল তাদের নিজ নিজ কর্মকান্ড তুলে ধরেন।